খুঁজুন
মঙ্গলবার, ১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫, ৯:০৬ অপরাহ্ণ
শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত 
শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার  শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
 শনিবার (১৩ ডিসেম্বর) সকাল ১১টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের সভাপতি ছামিউল  আযম মনিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এস এম মোস্তফা কামালের সঞ্চালনায় প্রেসক্লাবের সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সাধারণ এ সভায় পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ ও অনুমোদন, বাৎসরিক পিকনিক, নতুন সহযোগী সদস্য হিসেবে আব্দুল আহাদ ( দৈনিক বাংলা বাজার পত্রিকার শ্যামনগর প্রতিনিধি )  মনোনীত, সাংগঠনিক ও আয় – ব্যয় সহ বিভিন্ন বিষয় স্থান পায়। প্রেস ক্লাবের উন্নয়নের ক্ষেত্রে নানামূখী পদক্ষেপ গ্রহণ করা হয়।
এ সময় প্রেস ক্লাবের কার্যনির্বাহী পরিষদের কর্মকর্তাবৃন্দ সহ সদস্যগণ উপস্থিত ছিলেন।

ভোমরায় হাজারো মানুষের কান্নায় দোয়া-খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৫ ডিসেম্বর, ২০২৫, ১০:৩৩ অপরাহ্ণ
ভোমরায় হাজারো মানুষের কান্নায় দোয়া-খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ মাহফিল

 

সোহারাফ হোসেন সৌরভ,
সাতক্ষীরা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা বাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতের এ আয়োজনে সভাপতিত্ব করেন ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনারা সবাই নামাজ শেষে দোয়া করবেন। মহান আল্লাহ তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পরিতোষ ঘোষ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাসারাত গাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সদস্য হাফিজুর রহমান মন্টুসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আলিমুদ্দীন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন।

ক্ষুদ্র  উদ্যোগে প্রক্রিয়াজাত মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও মান নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫, ২:৫৫ অপরাহ্ণ
ক্ষুদ্র  উদ্যোগে প্রক্রিয়াজাত মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও মান নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। 
নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
ক্ষুদ্র  উদ্যোগে প্রক্রিয়াজাত মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও মান নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃপক্ষের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
৩০ শে নভেম্বর রবিবার সকাল ১০ টায় পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন ( পিকেএসএফ)  এর সহযোগিতায় নওয়াবেঁকী গনমূখী ফাউন্ডেশন ( এনজিএফ) এর বাস্তবায়নে  এনজিএফ এর পরিচালক (এমএফপি)
  মোঃ আলমগির কবির এর সভাপতিত্বে ৷ এনজিএফ এর  RMTP প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মোঃ আমিনুর রহমানের  সঞ্চালনায় শ্যামনগর  উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়, ক্ষুদ্র উদ্যোগে প্রক্রিয়াজাত মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ বিষয়ে স্থানীয় প্রশাসন, মৎস্য অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর ও মান নিয়ন্ত্রন অধিদপ্তর কর্তৃপক্ষের সাথে সমন্বয়  সভা। Rural Microenterprise Transformation Project (RMTP) এর আওতায় “নিরাপদ মৎস্য ও মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” উপ-প্রকল্পের আওতায় সাতক্ষীরা জেলার ক্ষুর উদ্যোক্তাদের সক্ষমতা বৃদ্ধি, স্থানীয় বাজারে প্রক্রিয়াজাত মৎস্য পণ্যের মানোন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে সম্প্রসারণের লক্ষ্যে ‘ক্ষুদ্র উদ্যোগে প্রক্রিয়াজাত মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণ” বিষয়ে এ সভার আয়োজন। উক্ত সভার প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মৎস্য অফিসার  জি এম সেলিম,
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য পরিদর্শন ও মান নিয়ন্ত্রণ অধিদপ্তর, খুলনার সিনিয়র সহকারী  পরিচালক  আবুল হাসান,শ্যামনগর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তৌহিদ হাসান,কালীগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা তৌকির আহমেদ, দেবহাটা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কার সিদ্দীক,  পরিবেশ অধিদপ্তর সাতক্ষীরার পরিদর্শক মোঃ আশরাফ আলী, বি এসটিআই খুলনার পরিদর্শক আলী হাসান। এ সভায় মৎস্য অধিদপ্তর,  বি এসটিআই, মৎস্য পরিদর্শন ও
মাননিয়ন্ত্রণ, পরিবেশ অধিদপ্তর, সাতক্ষীরা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ এবং ব্যবসায়িক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের প্রতিনিধিদের সমন্বয়ে আয়োজিত এ বৈঠকে ক্ষুদ্র উদ্যোক্তাদের চ্যালেঞ্জ, সম্ভাবনা ও প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিয়ে আলোচনা করা হয়।
অতিথিরা তাদের  বক্তব্যে জানান,  বাংলাদেশের মৎস্য খাতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করলেও ক্ষুদ্র উদ্যোক্তারা এখনও মানসম্মত প্রক্রিয়াজাত পণ্য উৎপাদন, নিরাপত্তা মানদণ্ড অনুসরণ, সংরক্ষণ প্রযুক্তি, প্যাকেজিং, ব্র্যান্ডিং, সার্টিফিকেশন ও বাজার সম্প্রসারণে নানা প্রতিবন্ধকতার মুখোমুখি হচ্ছেন। উপযুক্ত নীতি সহায়তা, প্রশিক্ষণ, প্রযুক্তি হস্তান্তর, সহজ শর্তে আর্থিক সুবিধা এবং বাজার সংযোগ নিশ্চিত করা গেলে এ খাত থেকে বিপুল কর্মসংস্থান ও রপ্তানি সম্ভাবনা সৃষ্টি হবে।
এ আলোচনা সভায়  কয়েকটি গুরুত্বপূর্ণ সুপারিশ উপস্থাপিত হয়ঃ
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক প্রক্রিয়াজাত প্রযুক্তি ও প্রশিক্ষণ প্রদান
বাজার সংযোগ, অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার এবং ব্র্যান্ড উন্নয়নে সহায়তা
সরকারি-বেসরকারি সমন্বয়ে একটি টেকসই ভ্যালু চেইন গড়ে তোলা
স্থানীয়ভাবে উৎপাদিত প্রক্রিয়াজাত মৎস্য পণ্যের প্রচার এবং রপ্তানি বৃদ্ধির উদ্যোগ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বিশেষ সহায়তা প্যাকেজ ও সহজ শর্তে ঋণপ্রাপ্তি
 অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন যে, এসব সুপারিশ বাস্তবায়িত হলে মৎস্যভিত্তিক ক্ষুদ্র উদ্যোগে নতুন দিগন্ত উন্মোচিত হবে, যা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

শ্যামনগরে খুচরা সার ডিলারদের মানববন্ধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৫:৫৬ অপরাহ্ণ
শ্যামনগরে খুচরা সার ডিলারদের মানববন্ধন

 

শ্যামনগর প্রতিনিধি: নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিলের আশঙ্কায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় কর্মরত ডিলারদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুচরা সার ডিলার লাইসেন্সধারীরা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আশঙ্কা প্রকাশ করেন।
ডিলাররা জানান, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন সৎ, দক্ষ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তারা। নতুন নীতিমালা কার্যকর হলে সারা দেশের প্রায় ৪৫ হাজার খুচরা ডিলার পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে। খুচরা সার ডিলারদের
সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আবু সুলাইমান হোসেন মোঃ আমিনুর রহমান, মোঃ আশরাফুজ্জামান (মধু), সেক্রেটারী মোঃ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক
ফয়সাল হাসান (আলভী), ডিলার গৌতম কুমার মন্ডল, এস.কে কামরুজ্জামান
মোঃ ইমরান হোসাইন অভিযোগ প্রমূখ জানান, স্বল্প লাভে দ্রুততম সময়ে কৃষকের দোর গোড়ায় সার পৌঁছে দেওয়া, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা নিশ্চিত করা—এসব ক্ষেত্রে খুচরা ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক সময় কৃষকদের বাকিতে সার দেওয়ার মতো সহায়তা তারা করে থাকেন, যা অন্য মাধ্যমে সম্ভব নয়। ডিলাররা আশঙ্কা প্রকাশ করে বলেন, শুধুমাত্র বিসিআইসি ও বিএডিসি ডিলারের মাধ্যমে সার বিতরণ হলে প্রান্তিক কৃষকরা আরও ক্ষতিগ্রস্ত হবে এবং সার বিতরণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। খুচরা ডিলারদের বাদ দিলে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলেও তারা জানান। শ্যামনগর উপজেলাধীন ১০৮ জন খুচরা সার ডিলারসহ সারা দেশের ডিলারদের লাইসেন্স বহাল রাখার জন্য সরকারের প্রতি জরুরি পদক্ষেপের দাবি জানিয়ে তারা সতর্ক করে বলেন—দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন-কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। লিখিত বিবৃতির মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।

সম্পাদক ও প্রকাশক: তপন কুমার বিশ্বাস

নির্বাহী সম্পাদক : সাহেব রেজা

বার্তা সম্পাদক: জামাল বাদশা

শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা।

info@modernnewsbd.com

+8801715-368022

Developed By: Digital Network