শ্যামনগরে উপজেলা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত
সোহারাফ হোসেন সৌরভ,
সাতক্ষীরা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপারসন, তিন বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের আপোষহীন নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের শাঁখরা বাজারে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০৫ ডিসেম্বর) রাতের এ আয়োজনে সভাপতিত্ব করেন ভোমরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. বজলুর রহমান। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাতক্ষীরা-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব মো. আব্দুর রউফ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আপনারা সবাই নামাজ শেষে দোয়া করবেন। মহান আল্লাহ তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দিন।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভোমরা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামসুল আলম, সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন ভোমরা সিএন্ডএফ এজেন্টস কর্মচারী এসোসিয়েশনের সভাপতি পরিতোষ ঘোষ, ইউনিয়ন কৃষকদলের সভাপতি বাসারাত গাজী, বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির সদস্য হাফিজুর রহমান মন্টুসহ স্থানীয় বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ আলিমুদ্দীন। পুরো অনুষ্ঠান সঞ্চালনা করেন রসুলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুর রহমান খোকন।
শ্যামনগর প্রতিনিধি: নতুন সার নীতিমালা ২০২৫ বাস্তবায়নের ফলে খুচরা সার ডিলারদের লাইসেন্স বাতিলের আশঙ্কায় সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলায় কর্মরত ডিলারদের মধ্যে চরম হতাশা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) খুচরা সার ডিলার লাইসেন্সধারীরা শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে এ আশঙ্কা প্রকাশ করেন।
ডিলাররা জানান, ২০০৯ সালের সার নীতিমালার আওতায় দীর্ঘদিন সৎ, দক্ষ ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন তারা। নতুন নীতিমালা কার্যকর হলে সারা দেশের প্রায় ৪৫ হাজার খুচরা ডিলার পরিবার জীবিকা হারানোর ঝুঁকিতে পড়বে। খুচরা সার ডিলারদের
সভাপতি মোঃ শরিফুল ইসলাম, সহ-সভাপতি মোঃ আবু সুলাইমান হোসেন মোঃ আমিনুর রহমান, মোঃ আশরাফুজ্জামান (মধু), সেক্রেটারী মোঃ আবুল কালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুভাষ চন্দ্র মন্ডল, সাংগঠনিক সম্পাদক
ফয়সাল হাসান (আলভী), ডিলার গৌতম কুমার মন্ডল, এস.কে কামরুজ্জামান
মোঃ ইমরান হোসাইন অভিযোগ প্রমূখ জানান, স্বল্প লাভে দ্রুততম সময়ে কৃষকের দোর গোড়ায় সার পৌঁছে দেওয়া, ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের সুবিধা নিশ্চিত করা—এসব ক্ষেত্রে খুচরা ডিলাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অনেক সময় কৃষকদের বাকিতে সার দেওয়ার মতো সহায়তা তারা করে থাকেন, যা অন্য মাধ্যমে সম্ভব নয়। ডিলাররা আশঙ্কা প্রকাশ করে বলেন, শুধুমাত্র বিসিআইসি ও বিএডিসি ডিলারের মাধ্যমে সার বিতরণ হলে প্রান্তিক কৃষকরা আরও ক্ষতিগ্রস্ত হবে এবং সার বিতরণ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়বে। খুচরা ডিলারদের বাদ দিলে স্বাভাবিক সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের সংকট তৈরি হতে পারে বলেও তারা জানান। শ্যামনগর উপজেলাধীন ১০৮ জন খুচরা সার ডিলারসহ সারা দেশের ডিলারদের লাইসেন্স বহাল রাখার জন্য সরকারের প্রতি জরুরি পদক্ষেপের দাবি জানিয়ে তারা সতর্ক করে বলেন—দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলন-কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবেন। লিখিত বিবৃতির মাধ্যমে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি দ্রুত বিবেচনায় নেওয়ার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন