খুঁজুন
সোমবার, ৫ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

শ্যামনগরে এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে ৩ তরুণের কারাদণ্ড

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ৮:৩১ অপরাহ্ণ
শ্যামনগরে এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে ৩ তরুণের কারাদণ্ড
 শ্যামনগর ( সাতক্ষীরা)  প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে এসএসসি পরীক্ষার্থীকে উত্যক্ত করার দায়ে ৩জন তরুণকে ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান করা হয়েছে।
রবিবার (৪ মে) বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাঃ রনী খাতুন।
দণ্ডপ্রাপ্তরা হলেন- পার্শ্ববর্তী কালীগঞ্জ উপজেলার চুনাখালী গ্রামের আতাউর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (১৯), একই উপজেলার কাটুলিয়া এলাকার জামাল হোসেনের ছেলে রাকিব হোসেন (১৭) ও ওই এলাকার আমিনুর ইসলামের ছেলে জোবায়ের হোসেন (১৭)।
প্রত্যক্ষদর্শীরা জানান, দাখিল পরীক্ষা শেষে বাড়ি যাওয়ার পথে শ্যামনগর পৌরসভার গোপালপুর পিকনিক কর্নারের সামনে দাখিল পরীক্ষায় অংশ নেওয়া দর্গাপুর মাদ্রাসার কয়েক ছাত্রীকে ইভটিজিং করার সময় স্থানীয় লোকজনের দৃষ্টিগোচর হলে ওই তিন বখাটেকে আটক করে রাখে।
পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে এবং স্থানীয়রা উপজেলা প্রশাসনকে অবহিত করলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ রনী খাতুন ১৮৬০ এর ৫০৯ ধারায় অভিযুক্ত তিন তরুণকে বিভিন্ন মেয়াদ বিনাশ্রম কারাদণ্ড দেন।
শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হুমায়ুন কবির মোল্যা জানান, দাখিল পরীক্ষার্থীদেরকে ইভটিজিং করার সময় স্থানীয় লোকজন তিন বখাটেকে আটক করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদেরকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে ভ্রাম্যমাণ আদালতের বিচারক তিন বখাটের মধ্যে মোস্তাফিজুর রহমানকে দুই মাস, রাকিব হোসেন ও জোবায়ের হোসেনকে এক সপ্তাহ করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আগামীকাল তাদের তিনজনকে জেল হাজতে পাঠানো হবে।

৮দিন সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা উপলক্ষে র‌্যালি

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ
৮দিন সাগরে মাছ ধরা নিষেধাজ্ঞা উপলক্ষে র‌্যালি
মর্ডান নিউজ ডেস্কঃ
৫৮দিন সাগরে মাছ ধরা সম্পূর্ণ নিষেধাজ্ঞা উপলক্ষে উপজেলা পর্যায়ে র‌্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১মে) মথুরাপুর ও পশ্চিম সিংহড়তলী আদর্শ মৎস্যজীবি গ্রাম সংগঠনের আয়োজনে উপজেলা মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার।
মুন্সিগঞ্জ বাজারে র‌্যালী পরবর্তী মৎস্য অবতরণকেন্দ্রে আলোচনাসভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বক্তব্যে বলেন ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার নৌযান কর্তৃক সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
উক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নের সচেতনতামূলক প্রোগ্রামের অংশ হিসেবে র‌্যালি, মাইকিং, আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এম মুজিবর রহমান, এসডিএফ এর ক্লাস্টার অফিসার হারুন-অর- রশীদ, জেলে গ্রাম সমিতির সদস্যবৃন্দ প্রমুখ।

উপকূলীয় কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারীদের অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫, ১০:১৮ অপরাহ্ণ
উপকূলীয় কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারীদের অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্ন

উপকূলীয় কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারীদের অভিজ্ঞতা বিনিময় সফর সম্পন্

শ্যামনগর(সাতক্ষীরা)প্রাতিনিধিঃ

বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারীদের নিয়ে সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টা থেকে একটি অভিজ্ঞতা বিনিময় সফর অনুষ্ঠিত হয়েছে। শ্যামনগর উপজেলার ৬টি ইউনিয়নের মোট ১৬টি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারীরা এবং যুব স্বেচ্ছাসেবী সংগঠন সুন্দরবন স্টুডেন্টস সলিডারিটি টিমের প্রতিনিধিরা এই আয়োজনে অংশ নেন।

সফরকারীরা মথুরাপুর, পানখালী, শ্রীফলকাটি ও ধুমঘাট গ্রামের মোট ৪টি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় তারা বিভিন্ন অঞ্চলের টেকসই কৃষি চর্চা, মাটির স্বাস্থ্য রক্ষা, অভিযোজিত চর্চা এবং প্রতিবেশবান্ধব পদ্ধতির বাস্তব প্রয়োগ সরেজমিনে দেখেন। অংশগ্রহণকারীরা নিজেদের অভিজ্ঞতা ও শেখার বিষয়গুলো একে অপরের সাথে ভাগ করে নেন, যা ভবিষ্যতের কৃষি চর্চায় ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে।

স্থানীয় কৃষকদের দক্ষতা উন্নয়ন এর জন্য অত্র অঞ্চলের কৃষক-কৃষাণীদের আয়োজনে এবং বেসরকারি উন্নয়ন ও গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর কারিগরি সহায়তায় এই অভিজ্ঞতা সফরে নেতৃত্ব দেন শ্রীফলকাটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের তত্ত্ববধায়ক গোবিন্দ মন্ডল ও বারসিক এর কর্মসূচী কর্মকর্তা বিশ্বজিৎ মন্ডল।

অনুষ্ঠানে উপস্থিত অংশগ্রহনকারীরা অভিজ্ঞতা বিনিময়ের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম চলমান রাখার আহ্বান জানান। সবকটি কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্র পরিদর্শন শেষে শাপলা নারী উন্নয়ন সংগঠনের নিজস্ব কার্যালয়ে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। মতবিনিময় সভায় নিজেদের অর্জিত অভিজ্ঞতার আলোকে বক্তব্য রাখেন আব্দুল হাকিম, সরমা রানী, কেরামত আলী, দেলোয়ারা বেগম, মিতা রানী মন্ডল, কনিকা রানী, এসএসএসটির সাইদুল ইসলাম ও পবিত্র মন্ডল প্রমুখ।

বারসিক এর কর্মসূচী কর্মকর্তা মোঃ মফিজুর রহমান বলেন, এই অভিজ্ঞতা সফরের মাধ্যমে কৃষকরা উপকূলীয় অঞ্চলের ভিন্ন ভিন্ন সফল উদ্যোগ ও উদ্ভাবনী চর্চাগুলো সরাসরি পরিদর্শন করেন এবং স্থানীয় সমস্যার সমাধানে নিজেদের দক্ষতা ও জ্ঞান বাড়ানোর সুযোগ তৈরী হবে।

আয়োজকরা জানান, এই ধরনের সফর কৃষকদের আত্মবিশ্বাস বাড়ায় এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সহনশীল কৃষি চর্চা বিস্তারে বড় ভূমিকা রাখে।
যুব স্বেচ্ছাসেবক মোঃ সাইদুল ইসলাম বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে প্রতিবেশীয় কৃষির সাথে পরিচয় করানো এবং তা টিকিয়ে রাখার জন্য যুবদের এগিয়ে আসাটা খুবই দরকার। আজকের এই সফর থেকে আমরাও এ ধরনের টেকসই জৈব কৃষির সাথে নিজেদের সম্পৃক্ত করার ইচ্ছে পোষণ করছি।

মতবিনিময় সভা শেষে ধুমঘাট কৃষিপ্রতিবেশবিদ্যা শিখন কেন্দ্রের চর্চাকারী ও জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষাণী অল্পনা রাণী মিস্ত্রির তত্ত্বাবধানে তার বাড়ীতে উৎপাদিত সবজি দিয়ে দুপুরের খাবারের আয়োজন করেন। প্রায় ৩০ জন অংশগ্রহণকারী ঐতিহ্যবাহী ও স্থানীয় খাবারের এ আয়োজনে অংশ নেন। মেনুতে ছিল থানকুনি পাতা ভর্তা, স্থানীয় জাতের পুটি মাছের ঝোল, কলার মোচা ভাজা, পাঁচ প্রকার অচাষকৃত শাক ভাজা, শুকনো বিটকটি, মুলা ও গাজর ভাজা, সরিষা দিয়ে রুই মাছ রান্না, দেশি মুরগির মাংস, কাঁচা আমের চাটনি ও ডাল।

শ্যামনগরে ভ্রাম্যমান আদালতে ডাম্পার গাড়িতে ২০ হাজার টাকা জরিমানা

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৯:১৫ অপরাহ্ণ
শ্যামনগরে ভ্রাম্যমান আদালতে ডাম্পার গাড়িতে ২০ হাজার টাকা জরিমানা

 

শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধিঃ

শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত সোনার মোড় ও গুমাতলী রোডে অবৈধ ডাম্পার গাড়ি চলাচলে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া দুইটি ভাটার কাছ থেকে তিন দিনের মধ্যে রাস্তার উপর জমে থাকা মাটি পরিষ্কার করে নেওয়ার জন্য মুচলেকা গ্রহণ করা হয়েছে।

 

শ্যামনগর সোনার মোড় ও মুন্সিগঞ্জ টু বংশীপুর হাইওয়ে রোডে ও গ্রামীণ সড়ক দিয়ে প্রতিনিয়ত ভোর সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে ডাম্পার গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে।

 

শ্যামনগর উপজেলার হাইওয়ে রোড সহ গ্রামীন রাস্তা দিয়ে অবৈধভাবে ডাম্পার গাড়ি প্রতিদিন ভোর সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছিল। হাইওয়ে রোড দিয়ে ডাম্পার গাড়িতে মাটি টানার সময় রাস্তার ওপর মাটি পড়ে পড়ে রাস্তার সমতল নষ্ট হয়ে যায়। একটু বর্ষা হলে বা কুয়াশা পড়লে রাস্তাটি স্লিপিং হয়ে যায়। এতে প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার শিকার হয়ে অনেকে মারা গেছেন, অনেকে পঙ্গু হয়ে জীবন যাপন করছেন। সরকার কোটি কোটি টাকা খরচ করে রাস্তা নির্মাণ করলেও অবৈধ ডাম্পার গাড়িতে রাস্তার অবকাটামো নষ্ট করে দিচ্ছে। এছাড়া ওই ডাম্পার গাড়িগুলির ড্রাইভার অতি অল্প বয়সের তাদের দায় দায়িত্ব বলতে কিছুই নেই। বিষয়টি নিয়ে শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এ অবৈধ ডাম্পার গাড়ি চলাচলে ব্যাপক আলোচনা হয়। যার প্রেক্ষিতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন এর নির্দেশে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। তার সহযোগিতার জন্য শ্যামনগর থানা পুলিশ সঙ্গে ছিল।

 

স্থানীয় সুধীজন তাকে সহযোগিতা করে। ইতিপূর্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত অবৈধ ডাম্পার আটক করে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন। অথচ দেখা গেছে প্রশাসনের সাথে পাল্লা দিয়ে তারা পুনরায় অবৈধভাবে ডাম্পার একইভাবে চলাচল করছিল।

সম্পাদক ও প্রকাশক: তপন কুমার বিশ্বাস

নির্বাহী সম্পাদক : সাহেব রেজা

বার্তা সম্পাদক: জামাল বাদশা

শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা।

info@modernnewsbd.com

+8801715-368022

Developed By: Digital Network