শ্যামনগরে ভ্রাম্যমান আদালতে ডাম্পার গাড়িতে ২০ হাজার টাকা জরিমানা

শ্যামনগর( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
শ্যামনগর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত সোনার মোড় ও গুমাতলী রোডে অবৈধ ডাম্পার গাড়ি চলাচলে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া দুইটি ভাটার কাছ থেকে তিন দিনের মধ্যে রাস্তার উপর জমে থাকা মাটি পরিষ্কার করে নেওয়ার জন্য মুচলেকা গ্রহণ করা হয়েছে।
শ্যামনগর সোনার মোড় ও মুন্সিগঞ্জ টু বংশীপুর হাইওয়ে রোডে ও গ্রামীণ সড়ক দিয়ে প্রতিনিয়ত ভোর সকাল থেকে গভীর রাত পর্যন্ত অবৈধভাবে ডাম্পার গাড়ি দাপিয়ে বেড়াচ্ছে।
শ্যামনগর উপজেলার হাইওয়ে রোড সহ গ্রামীন রাস্তা দিয়ে অবৈধভাবে ডাম্পার গাড়ি প্রতিদিন ভোর সকাল থেকে রাত ১০টা পর্যন্ত দাপিয়ে বেড়াচ্ছিল। হাইওয়ে রোড দিয়ে ডাম্পার গাড়িতে মাটি টানার সময় রাস্তার ওপর মাটি পড়ে পড়ে রাস্তার সমতল নষ্ট হয়ে যায়। একটু বর্ষা হলে বা কুয়াশা পড়লে রাস্তাটি স্লিপিং হয়ে যায়। এতে প্রতিনিয়ত পথচারীরা দুর্ঘটনার শিকার হয়ে অনেকে মারা গেছেন, অনেকে পঙ্গু হয়ে জীবন যাপন করছেন। সরকার কোটি কোটি টাকা খরচ করে রাস্তা নির্মাণ করলেও অবৈধ ডাম্পার গাড়িতে রাস্তার অবকাটামো নষ্ট করে দিচ্ছে। এছাড়া ওই ডাম্পার গাড়িগুলির ড্রাইভার অতি অল্প বয়সের তাদের দায় দায়িত্ব বলতে কিছুই নেই। বিষয়টি নিয়ে শ্যামনগর উপজেলা আইন শৃঙ্খলা মিটিং এ অবৈধ ডাম্পার গাড়ি চলাচলে ব্যাপক আলোচনা হয়। যার প্রেক্ষিতে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার রনী খাতুন এর নির্দেশে শ্যামনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন। তার সহযোগিতার জন্য শ্যামনগর থানা পুলিশ সঙ্গে ছিল।
স্থানীয় সুধীজন তাকে সহযোগিতা করে। ইতিপূর্বে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল রিফাত অবৈধ ডাম্পার আটক করে চল্লিশ হাজার টাকা জরিমানা করেন। অথচ দেখা গেছে প্রশাসনের সাথে পাল্লা দিয়ে তারা পুনরায় অবৈধভাবে ডাম্পার একইভাবে চলাচল করছিল।
আপনার মতামত লিখুন