কালীগঞ্জে নলতায় ৩ দিনব্যাপী খানবাহাদুর আহছানউল্লা(র:) এর ৬১ তম বার্ষিক ওরছ শরীফ ৯ ১০ ও ১১ ফেব্রুয়ারি

সুকুমার দাশ বাচ্চু নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
অভিভক্ত বাংলা ও আসামের শিক্ষা বিভাগের সহকারী পরিচালক শিক্ষাবিজ্ঞানী ও শিক্ষা সংস্কারক, সাহিত্যিক, দার্শনিক, সমাজ ভাবনা সংগঠনের সভ্যসাচী রূপকার, আহছানিয়া মিশনের প্রতিষ্ঠাতা সুলতানুল আউলিয়া কুতুবুল আফতাব গাউছে জামান আরিফ বিল্লাহ হযরত শাহ সুফি আলহাজ্ব খান বাহাদুর খানবাহাদু আহছানউল্লা(র:) ৬১ তম বার্ষিক ওরছ শরীফ ৯-১০ ও ১১ ই ফেব্রুয়ারি রবি, সোম, ও মঙ্গলবার ৩ দিনব্যাপী সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার নলতা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় এ বছরও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সার্বিক ব্যবস্থাপনায় তিন দিনব্যাপী ওরছ উপলক্ষে নলতা শরীফের প্রধান প্রধান স্থানে আকর্ষণীয় গেট মাজার প্রাঙ্গণে বিশাল প্যান্ডেল সহ আলোকসজ্জায় সুসজ্জিত করা হয়েছে। নলতা কেন্দ্রীয় আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব ডক্টর কাজী আলী আজম জানান তিন দিনব্যাপী ওরস শরীফের সার্বিক প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইতিমধ্যে পীর কেবলার ভক্তবৃন্দ বাংলাদেশের বিভিন্ন জেলা ও বাইরের দেশের বিভিন্ন অতিথিরা আসতে শুরু করেছে। বিপুল সংখ্যক পীর কেবলার ভক্তবৃন্দদের গেস্ট হাউস সহ অন্যান্য স্থানে থাকার ব্যবস্থা করা হয়েছে। ১০ ফেব্রুয়ারি বেলা ১২টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত তাবারক দেওয়া হবে। তিন দিনব্যাপী এই বার্ষিক ওরছ শরীফে মাহফিলে বিশিষ্ট ইসলামী চিন্তাবিদগণ ওয়াজ করবেন। আইন-শৃঙ্খলা সহ সার্বিক পরিবেশ সুন্দর রাখতে জেলা ও উপজেলা প্রশাসন এর পাশাপাশি স্থানীয় মিশনের ও নলতা হাই স্কুলের স্বেচ্ছাসেবক, থানা পুলিশ সহ অন্যান্য বিভিন্ন বাহিনী নিয়োজিত থাকবে ও গোয়েন্দা বাহিনী নজরদারি করবে। সার্বিক আইন-শৃঙ্খলার পরিস্থিতি সুন্দর রাখতে সাতক্ষীরা জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে আজ শনিবার বিকালে নলতায় পুলিশ বাহিনীর একটি ব্রিফিং সভা অনুষ্ঠিত হয়। সেখানে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ সহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও পুলিশ উপস্থিত ছিলেন। নলতা মাজার শরীফসহ সার্বিক এলাকা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসা হয়েছে। নলতা হাই স্কুল মাঠে বসে বিশাল কেনাকাটার মার্কেট। ১১ ই ফেব্রুয়ারি সকালে লক্ষ লক্ষ ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে আখেরি মোনাজাতের মাধ্যমে তিন দিনব্যাপী ওরছ শরীফ সমাপ্ত হবে।
আপনার মতামত লিখুন