খুঁজুন
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

দেশকে এগিয়ে নিতে কনস্ট্রাকটিভ হতে হবে: ——-শায়খ ড. আব্দুস সালাম আযাদী

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:২৫ অপরাহ্ণ
দেশকে এগিয়ে নিতে কনস্ট্রাকটিভ হতে হবে: ——-শায়খ ড. আব্দুস সালাম আযাদী

নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২ নং কাশিমাড়ী ইউনিয়নের কৃতি সন্তান কিউএনএন-লন্ডন এর পরিচালক শায়খ ড. আব্দুস সালাম আযাদী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে রিবিল্ট করতে হবে, কনস্ট্রাকটিভ হতে হবে। আমরা যারা বলছি স্বাধীনতা ২.০ তাদেরকে এটা মাথায় রাখতে হবে। গতানুগতিক ভাবে যদি ডিস্ট্রাক্টটিভ ওয়েতে চলি তাহলে আমরা কিছু করতে পারবো না। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, গঠন মূলক, সমালোচনা মূলক এবং উদ্দিপনা মূলক এই তিন ধারার প্রেস জাতিকে জাগ্রত করে, দেশকে এগিয়ে নিতে সাহায্য করে। তিনি আশা প্রকাশ করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব তার দায়িত্ব সঠিকভাবে এবং নিষ্ঠার সাথে পালন করবে।প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরের সভাপতিত্বে এবং সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিকন ফাউন্ডেশন এর পরিচালক মো: গোলাম সারোয়ার এবং সরকারি মহসিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জি,এম ওসমান গনি।এছাড়া সাংবাদিকের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস, এম গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওছার, সিনিয়র সাংবাদিক আবু সাইদ, সিনিয়র সাংবাদিক আফজালুর রহমান, সাংবাদিক আনিস সুমন, সাংবাদিক তপন কুমার মন্ডল, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ, সাংবাদিক মাহমুদুল ফিরোজ বাবুল প্রমুখ।এসময় আরোও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি সাংবাদিক জাহিদ সুমন, সাংবাদিক সিদ্দিকুর রহমান, সাংবাদিক আশিকুর রহমান, সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক বকুল, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক অনাথ মন্ডল, সাংবাদিক উৎপল কুমার মন্ডল।
এর আগে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির এবং অন্যান্য সিনিয়র সাংবাদিকরা। প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকরা প্রেসক্লাব সহ শ্যামনগরে বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন এবং সহোযোগীতার প্রত্যাশা করেন।

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শহীদ  সেনা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা। 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শহীদ  সেনা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা। 
সুকুমার দাশ বাচ্চু নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় শহীদ সেনা  দিবস উদযাপন উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার( ভূমি )অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, উপজেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান  আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু উপজেলা ছাত্র সমন্বয় আমির হামজা, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্তনাথ মন্ডল প্রমুখ।
 আলোচনা সভায়, বক্তারা বলেন ২০০৯ সালে ২৫ শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ পিলখানা হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত। যে সমস্ত অফিসার সৈনিকরা সেদিন নিহত হয়েছিল তাদের স্মরণে জাতীয় শহীদ সেনা  দিবস পালিত হচ্ছে ।তাদের রুহের মাগফিরাত কামনা সহ দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তরা।

কালিগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
কালিগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সুকুমার দাশ বাচ্চু নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
 সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫-ফেব্রুয়ারি- সকাল ৯ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি বের  হয়, র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে,   আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।  উপজেলা সহকারী কমিশনার ভূমি, অমিত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, সভায় বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ (বাচ্চু), উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা ছাত্র সমন্বয়ক আমির হামজা প্রমুখ। সভায় বক্তারা জাতীয় স্থানীয় সরকার দিবস এর গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তুলে ধরেন, অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্যামনগরে পাওনা টাকা ও বসতভিটা উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
শ্যামনগরে পাওনা টাকা ও বসতভিটা উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন

 

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের দাতিনাখালীতে পদ্মা কাঁকড়া প্রজেক্ট এর স্বত্তাধিকারী মজিরুল ইসলাম ও পরিচালক মেহেদী হাসান, এবং জামাল হোসেন এর বিরুদ্ধে বসতভিটা উদ্ধার ও পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারী (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে  সংবাদ সম্মেলন  করেন দাতিনাখালী গ্রামের আব্দুল হাকিম গাজীর স্ত্রী রাশিদা খাতুন সহ ৫ জন। তিনি তার লিখিত বক্তব্যে জানান, তার দেবর আবুল বাসার এর নিকট থেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দলুয়া গ্রামের মোঃ তোফাজ্জেল হোসেনের পুত্র মোঃ মজিরুল ইসলাম, মেহেদী হাসান (পদ্মা কাঁকড়া প্রজেক্ট পরিচালক), শ্যামনগরের পানখালী গ্রামের মানিক গাজীর পুত্র মোঃ জামাল হোসেন ( অপর পরিচালক পদ্মা), কে ২০২০ ইং সালের ১লা জানুয়ারী হতে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোট ০৫ (পাঁচ) বছর মেয়াদী মাসিক ৬ হাজার টাকা করে প্রসেসিং সেন্টার ভাড়া চুক্তিপত্র করেন। কিন্তু ভাড়া চুক্তিপত্রের শর্ত অমান্য করে ১৩ মাসের ভাড়া ৭৫ হাজার টাকা না দিয়া আরো দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য হুমকী দিচ্ছে। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নিকট অভিযোগ করলে চেয়ারম্যান উভয় পক্ষের উপস্থিতিতে শুনানী করে আব্দুল হাকিম এর পাওনা ৮৪,৯০০/-টাকা ও তার ভাই আবুল বাসার এর পাওয়া ১ লক্ষ ১৫ হাজার ৬ শত টাকাসহ ঘর ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে প্রতিবেদন প্রদান করেন। এছাড়া কলবাড়ি গ্রামের আঃ মজিদ এর পুত্র মোকারম বিল্লাহ ও তার ভাই আবু বক্কর সিদ্দিক ১৮ লক্ষ ৫০ হাজার টাকা এবং জান্নাত এন্ড মদীনা এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী আলীমউদ্দীন মান্নান ৫১লক্ষ ৪৮ হাজার টাকা পদ্মা ট্রেড ইন্টারন্যাশনাল এর নিকট পাওনা রয়েছে। এর বিষয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান উভয় পক্ষে শুনানি অন্তে টাকা পাইবে এমন প্রতিবেদন প্রদান করেছেন। পাওনাকৃত টাকা ও বসত ঘর নিজ মালিকানায় বুঝে পেতে সাংবাদিকদের লিখনীর মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মহল।

সম্পাদক ও প্রকাশক: তপন কুমার বিশ্বাস

নির্বাহী সম্পাদক : সাহেব রেজা

বার্তা সম্পাদক: জামাল বাদশা

শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা।

info@modernnewsbd.com

+8801715-368022

Developed By: Digital Network