শ্যামনগরের ০২ নং কাশিমাড়ী ইউনিয়ন থেকে বানর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত
শ্যামনগর উপজেলার কাশিমাড়ী থেকে একটি বানর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।
শুক্রবার (৩ জানুয়ারি ) বিকালে কাশিমাড়ী এলাকার বিশ্বজিত দাস শুভর বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়।
বিশ্বজিত দাস শুভ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বানরটি তার বাড়ির উঠানে যায়। এসময় তারা বানরটি ধরে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারকে জানান। পরে বনবিভাগের লোকজন এসে বানরটি নিয়ে যায়।
বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা জিয়াউর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জানতে পেরে বানরটি উদ্ধার
শ্যামনগরে বৌমা ও শাশুড়ীর মাদক বিক্রয় কালে থানা পুলিশের হাতে আটক ২
শ্যামনগরে বৌমা ও শাশুড়ীর মাদক বিক্রয় কালে থানা পুলিশের হাতে আটক ২
শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
শ্যামনগর থানার তদন্ত অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমানের নির্দেশনায় এস আই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ এর ভিত্তিতে ২৩ শে ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় শ্যামনগর থানার ০৪ নং নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে বৌমা ও শাশুড়ীর মাদক বিক্রয় কালে ৪. ২৫ গ্রাম গাজা জব্দ করেছে। সেখানে বৌমা ও শাশুড়ীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসছে।
আটককৃতরা রামজীবনপুর গ্রামের কেরামত আলীর কন্যা সুফিয়া( ৩৫) খাতুন। , সুফিয়া খাতুনের পুত্র নাইমের স্ত্রী রেক্সনা খাতুন (২০)।
শ্যামনগর অফিসার ইনচার্জ (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান আগামীকাল দুইজন মহিলা আসামীকে আদালতে প্রেরন করা হবে।
আপনার মতামত লিখুন