খুঁজুন
শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

গির্জা পোড়ানো নাশকতায় পাকিস্তানে ১৪৬ গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ১৮ আগস্ট, ২০২৩, ৭:২৬ অপরাহ্ণ
গির্জা পোড়ানো নাশকতায় পাকিস্তানে ১৪৬ গ্রেপ্তার
পাকিস্তানের সবচেয়ে জনবহুল প্রদেশে পাঞ্জাবের জারানওয়ালা শহরে ৫টি চার্চ ও সেসব চার্চের নিকটবর্তী কয়েক ডজন বাড়িতে হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে ইতোমধ্যে ১৪৬ জনকে গ্রেপ্তারও করা হয়েছে।

পাঞ্জাব প্রাদেশিক পুলিশের মহাপরিদর্শক ওসমান আনোয়ার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘অপরাধী ও ইন্ধনদাতাদের ধরতে আমাদের অভিযান শুরু হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট সবাইকে আমরা আইনের আওতায় আনার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

পাঞ্জাব প্রাদেশিক সরকারের তথ্যমন্ত্রী আমির মির বৃহস্পতিবার এক টুইটবার্তায় জানান, সহিংসতার ওই ঘটনার পর ইসা নগরির বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে কয়েক ওই এলাকায় কয়েক হাজার পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যকে মোতায়েন করা হয়েছে।

জারানওয়ালায় হামলার শিকার একটি চার্চের কাছেই বসবাস করতেন খ্রিস্টান ধর্মাবলম্বী ফারুক মাসিহ; তার পেশা ট্রাকে রং করা। ইসা নগরির অন্য অনেকের মতো মাসিহর বাড়িও পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

৪৭ বছর বয়সী মাসিহ আলজাজিরাকে বলেন, ‘তারা আমার পুরো বাড়ি সম্পূর্ন জ্বালিয়ে দিয়েছে। কিছুই আর অবশিষ্ট নেই। এমনকি বসার মতো একটি চেয়ারও নেই। সব ছাই হয়ে গেছে।’

কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শহীদ  সেনা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা। 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৪০ অপরাহ্ণ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় শহীদ  সেনা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা। 
সুকুমার দাশ বাচ্চু নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় শহীদ সেনা  দিবস উদযাপন উপলক্ষে  আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার( ভূমি )অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, উপজেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান  আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু উপজেলা ছাত্র সমন্বয় আমির হামজা, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্তনাথ মন্ডল প্রমুখ।
 আলোচনা সভায়, বক্তারা বলেন ২০০৯ সালে ২৫ শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ পিলখানা হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত। যে সমস্ত অফিসার সৈনিকরা সেদিন নিহত হয়েছিল তাদের স্মরণে জাতীয় শহীদ সেনা  দিবস পালিত হচ্ছে ।তাদের রুহের মাগফিরাত কামনা সহ দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তরা।

কালিগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:৩৬ অপরাহ্ণ
কালিগঞ্জে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।
সুকুমার দাশ বাচ্চু নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
 সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫-ফেব্রুয়ারি- সকাল ৯ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র‍্যালি বের  হয়, র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে,   আলোচনা সভায় অনুষ্ঠিত হয়।  উপজেলা সহকারী কমিশনার ভূমি, অমিত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, সভায় বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ (বাচ্চু), উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা ছাত্র সমন্বয়ক আমির হামজা প্রমুখ। সভায় বক্তারা জাতীয় স্থানীয় সরকার দিবস এর গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তুলে ধরেন, অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

শ্যামনগরে পাওনা টাকা ও বসতভিটা উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৮ অপরাহ্ণ
শ্যামনগরে পাওনা টাকা ও বসতভিটা উদ্ধারের দাবীতে সংবাদ সম্মেলন

 

শ্যামনগর প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগরের দাতিনাখালীতে পদ্মা কাঁকড়া প্রজেক্ট এর স্বত্তাধিকারী মজিরুল ইসলাম ও পরিচালক মেহেদী হাসান, এবং জামাল হোসেন এর বিরুদ্ধে বসতভিটা উদ্ধার ও পাওনা টাকা ফেরত পাওয়ার দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৭ ফেব্রুয়ারী (সোমবার) শ্যামনগর উপজেলা প্রেসক্লাবে  সংবাদ সম্মেলন  করেন দাতিনাখালী গ্রামের আব্দুল হাকিম গাজীর স্ত্রী রাশিদা খাতুন সহ ৫ জন। তিনি তার লিখিত বক্তব্যে জানান, তার দেবর আবুল বাসার এর নিকট থেকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার দলুয়া গ্রামের মোঃ তোফাজ্জেল হোসেনের পুত্র মোঃ মজিরুল ইসলাম, মেহেদী হাসান (পদ্মা কাঁকড়া প্রজেক্ট পরিচালক), শ্যামনগরের পানখালী গ্রামের মানিক গাজীর পুত্র মোঃ জামাল হোসেন ( অপর পরিচালক পদ্মা), কে ২০২০ ইং সালের ১লা জানুয়ারী হতে ৩১শে ডিসেম্বর পর্যন্ত মোট ০৫ (পাঁচ) বছর মেয়াদী মাসিক ৬ হাজার টাকা করে প্রসেসিং সেন্টার ভাড়া চুক্তিপত্র করেন। কিন্তু ভাড়া চুক্তিপত্রের শর্ত অমান্য করে ১৩ মাসের ভাড়া ৭৫ হাজার টাকা না দিয়া আরো দুই বছর চুক্তির মেয়াদ বাড়ানোর জন্য হুমকী দিচ্ছে। এ বিষয়ে বুড়িগোয়ালিনী ইউনিয়নের চেয়ারম্যান নিকট অভিযোগ করলে চেয়ারম্যান উভয় পক্ষের উপস্থিতিতে শুনানী করে আব্দুল হাকিম এর পাওনা ৮৪,৯০০/-টাকা ও তার ভাই আবুল বাসার এর পাওয়া ১ লক্ষ ১৫ হাজার ৬ শত টাকাসহ ঘর ছেড়ে দেওয়ার জন্য নির্দেশ দিয়ে প্রতিবেদন প্রদান করেন। এছাড়া কলবাড়ি গ্রামের আঃ মজিদ এর পুত্র মোকারম বিল্লাহ ও তার ভাই আবু বক্কর সিদ্দিক ১৮ লক্ষ ৫০ হাজার টাকা এবং জান্নাত এন্ড মদীনা এগ্রো ফার্ম এর স্বত্বাধিকারী আলীমউদ্দীন মান্নান ৫১লক্ষ ৪৮ হাজার টাকা পদ্মা ট্রেড ইন্টারন্যাশনাল এর নিকট পাওনা রয়েছে। এর বিষয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান উভয় পক্ষে শুনানি অন্তে টাকা পাইবে এমন প্রতিবেদন প্রদান করেছেন। পাওনাকৃত টাকা ও বসত ঘর নিজ মালিকানায় বুঝে পেতে সাংবাদিকদের লিখনীর মাধ্যমে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী মহল।

সম্পাদক ও প্রকাশক: তপন কুমার বিশ্বাস

নির্বাহী সম্পাদক : সাহেব রেজা

বার্তা সম্পাদক: জামাল বাদশা

শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা।

info@modernnewsbd.com

+8801715-368022

Developed By: Digital Network