খুঁজুন
বুধবার, ১৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১লা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ

সাতক্ষীরায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৭:২১ অপরাহ্ণ
সাতক্ষীরায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতা উদ্বোধন
 নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
এসো দেশ বদলায়, পৃথিবী বদলায়, এই প্রতিপাদ্যকে সামনে রেখে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষে ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২০২৫ এর আওতায় ভলিবল ও ব্যাডমিন্টন প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
রবিবার (১২ জানুয়ারি) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে জেলা স্টেডিয়ামে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা প্রশাসক মোস্তাক আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যের জেলা প্রশাসক বলেন, দেশের ক্রীড়াঙ্গনে সাতক্ষীরা ছেলেরা এবং মেয়েরা দেশের জন্য অনেক সাফল্য বয়ে এনেছে। খেলোয়াড়দের সাফল্যের পিছনে তার পিতা-মাতাসহ অনেকের ভূমিকা রয়েছে। সুস্থ সবল থাকতে খেলাধুলার বিকল্প নেই।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ক্রীড়া কর্মকর্তা মোঃ মাহবুবুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান শাহিন, সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু, জেলা ক্রীড়া সংস্থার নির্বাহী কমিটির সাবেক সদস্য কাজী কামরুজ্জামান, মোঃ রুহুল আমিন, খেজুরডাঙ্গা আর কে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, পলাশপোল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোমিনুল ইসলাম, শিক্ষক এম ঈদুজ্জামান ইদ্রিস ও স্কাউটস্ শিক্ষক মনোরঞ্জন মন্ডল প্রমুখ।
ভলিবল প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয় এবং ব্যাডমিন্টন প্রতিযোগিতায় আটটি দল অংশ নেয়। এ সময় প্রশাসনিক কর্মকর্তা, জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী কমিটির সদস্য খন্দকার আরিফ হাসান প্রিন্স।

ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ৫:৫৫ অপরাহ্ণ
ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিনিধি।
“জুলাই এর প্রেরণা, দিতে হবে ঘোষণা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ছাত্র জনতার জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে লিফলেট বিতরণ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। ১১ই জানুয়ারি শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত শ্যামনগর উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মাঝে জুলাইয়ের ঘোষণাপত্রের দাবি সম্মিলিত লিফলেট বিতরণ করা হয়।

জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র দ্রুত প্রকাশের দাবিতে লিফলেট বিতরণ কারেন জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় সংগঠক মেজবাহ কামাল মুন্না, স্বাস্থ্য উপ কমিটির সমন্বয়ক ও স্বাস্থ্য উপদেষ্টার বিশেষ সহকারি ডাক্তার মাহমুদুল হাসান, স্বাস্থ্য উপ কমিটির সদস্য ও নাগরিক কমিটির কেন্দ্রীয় সদস্য ডাক্তার মনিরুজ্জামান মনির, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় সমন্বয়ক মাসুম বিল্লাহ সহ ছাত্র বৃন্দ।

ঘোষণাপত্রে অন্তর্ভুক্ত করার দাবির বিষয়সমূহ, জুলাই অভ্যুত্থানে শহীদদের রাষ্ট্রীয় স্বীকৃতি এবং দ্রুত সময়ের মধ্যে আহতদের বিনামূল্যে রাষ্ট্রীয়ভাবে সুচিকিৎসা প্রদানের প্রতিশ্রুতি স্পষ্ট করতে হবে। ঘোষণাপত্রে ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন’ এর নেতৃত্ব পরিস্কারভাবে উল্লেখ থাকতে হবে। অভ্যুত্থানে আওয়ামী খুনী ও দোসরদের বিচার নিশ্চিত করার স্পষ্ট অঙ্গীকার ব্যক্ত করতে হবে। ১৯৪৭ সালের পাকিস্তান আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের ধারাবাহিকতা পরিস্কার করতে হবে। ফ্যাসিবাদী রাষ্ট্রব্যবস্থার মূল ভিত্তি সংবিধান বাতিল করে নির্বাচিত গণপরিষদ গঠনের মাধ্যমে সম্পূর্ণ নতুন গণতান্ত্রিক সংবিধান প্রণয়নের অঙ্গীকার ব্যক্ত করতে হবে। নতুন রাজনৈতিক বন্দোবস্তে সব ধরনের বৈষম্য নিরসনের মধ্য দিয়ে নাগরিক পরিচয় প্রধান করে রাষ্ট্রকাঠামো গড়ে তোলার প্রতিশ্রুতি থাকতে হবে। জুলাই অভ্যুত্থানের একমাত্র প্রধান লক্ষ্য আওয়ামী ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করা ছিল না; বরং গত ৫৩ বছরের বৈষম্য, শোষণ ও ফ্যাসিবাদী রাজনৈতিক ব্যবস্থা বিলোপ করার লক্ষ্যে এ অভ্যুত্থান সংঘটিত হয়েছে। সুতরাং বিদ্যমান ফ্যাসিবাদী রাষ্ট্রকাঠামো বিলোপ করতে সব ধরনের সংস্কারের ওয়াদা দিতে হবে।

শ্যামনগরের ০২ নং কাশিমাড়ী ইউনিয়ন থেকে বানর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ণ
শ্যামনগরের ০২ নং  কাশিমাড়ী ইউনিয়ন থেকে বানর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

ডেস্ক রিপোর্টঃ

শ্যামনগর উপজেলার  কাশিমাড়ী থেকে একটি বানর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি ) বিকালে কাশিমাড়ী এলাকার বিশ্বজিত দাস শুভর বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়।

বিশ্বজিত দাস শুভ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বানরটি তার বাড়ির উঠানে যায়। এসময় তারা বানরটি ধরে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারকে জানান। পরে বনবিভাগের লোকজন এসে বানরটি নিয়ে যায়।

বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা জিয়াউর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জানতে পেরে বানরটি উদ্ধার

শ্যামনগরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার উপহার 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
শ্যামনগরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার উপহার 
,শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার উপহার প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার(২জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে সিডিওর বাস্তবায়নে এবং শেয়ার ট্রাস্টের অর্থায়নে হুইল চেয়ার উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন। মেন্টরিং সংস্থা উত্তরন এবং সুন্দরবন কোয়ালিশনের আওতায় হুইল চেয়ার উপহার অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার হোসনেয়ারা খাতুন,উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ,সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ, সিডিওর সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, হিসাব সহকারী আফজালুর রহমান সবুজ,ভলেন্টিয়ার হুজাইফা আল বাদশা,মুন্না,সাদি সহ অনেকে।এসময় বিশেষভাবে সক্ষম ৩ জন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।

সম্পাদক ও প্রকাশক: তপন কুমার বিশ্বাস

নির্বাহী সম্পাদক : সাহেব রেজা

বার্তা সম্পাদক: জামাল বাদশা

শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা।

info@modernnewsbd.com

+8801715-368022

Developed By: Digital Network