খুঁজুন
সোমবার, ৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ২২শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

নিউজ ফাইভ

প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ ফাইভ

অনলাইন ডেস্ক ।।
প্রকাশিত: রবিবার, ২৩ জুলাই, ২০২৩, ৩:০৬ অপরাহ্ণ
প্রাইম আইটি ওয়ার্ল্ড নিউজ-২৪ ডেমো নিউজ  ফাইভ

আমি খুব সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে রিয়া। আজ আমার অষ্টম মঙ্গলা। মনটা আমার বেশ খুশি খুশি এটা কখনোই বলতে পারবো না। না, আপনারা যা ভাবছেন ভুল। আপনারা বলবেন বিয়েটা তো আমি নিজেই নিজের ইচ্ছেয় করেছি তাহলে আপত্তিটা কোথায়?

যেটুক খুশি আমায় দেখছেন সেটা আমি বাপের বাড়ি যাচ্ছি বলে শুধু মনটা খুশি। কিন্তু আগামী পরশু আমি আর আমার বর বাবাজীবন যাচ্ছি প্রথমবার একসাথে ঘুরতে থুড়ি মধুচন্দ্রিমা যাপনে। তাই এতো চিন্তা। আসলে অভি আমার ফোনে কথা বলছে না ঠিক মতো সেই বিয়ে দিন থেকে। অথচ ওর কথা বিয়েটা আমি করলাম।

ও হ্যাঁ ভুলেই গেছি, আপনাদের সাথে তো আমার বরের এখনো পরিচয় করাইনি। আমার বর বুবাই দা। আমাদের পরিচয় প্রায় সাত বছর হতে চলল। সেই যখন ক্লাস নাইন আমি যাচ্ছিলাম ঝড়ের বেগে সাইকেল চালিয়ে টিউশন পড়তে। তখন আমি সাইকেল চালানোতে ছেলেদেরও হার মানাই। তো সেই ঝড়ের বেগের সাইকেল এ ধাক্কা লাগলো এক শান্ত সৌম্য নিরীহ ছেলের। সেই ছেলেটিই এই আমার পতিদেব মিস্টার মানব মন্ডল। বিদেশে চাকরি করে কিছু পয়সা-করি করে আজ আমাকে বিয়ে করে জীবনে সবচেয়ে বড় কিছু পাওয়া হয়ে গেছে বলে দাবি করছে।

আজকাল বুবাই হাসতে হাসতে বলে “ধাক্কাটা সেদিন শরীরে লেগেছিল না হৃদয়ে কে জানে”। যাক গে ওর কথা বাদ দিন। তো সেই ঘটনার পর অনেক ওঠানামা আর ভুল বোঝাবুঝি ঠিক বোঝাবুঝির পর আজ আমাদের অষ্টম মঙ্গলা। সে গল্প না হয় আর এক দিন করব। ফিরে আসি আজকের দিনে। আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি অভি সাথে হানিমুন যাবো পাহাড়ে। আমার এই ‘আপাত শান্ত মনের দুরন্ত’ বর কে নিয়ে একটু ঘুরতে যাবো।

কিন্তু অভি ফোন ধরছে না কেন? ও বলেছিলো দার্জিলিং যে হোটেলটা ও বুকিং করেছে সেটা ওর বিশেষ জানাশোনা। বুবাই এর গল্পটি ওখানে শেষ করে আমি ওর সম্পত্তিতে রাজ করবো। আমি রাজি হয়ে গিয়েছিলাম কিন্তু এখন মনটা মানছে না। একটা মানুষের জীবন শেষ করে দেবো, লোকটা তো আমাকে পাগলের মতো ভালোবাসে।

যাক বাঁচা গেলো আজ আমার জন্মদিন। সারপ্রাইজ হিসেবে একটা দলিল উপহার দিয়েছেন বুবাই আমাকে। লাটাগুড়িতে একটা কটেজ কিনেছেন উনি আমার জন্য হানিমুনে যাবো আমরা ওখানেই। সারাদিন বেশ ভালো কাটলো কিন্তু মন খারাপ হলো বিকাল বেলায়।

আমার আর উনার মামাতো বোন অয়ন্তিকার জন্মদিন এক দিনে বিকালে একটা সারপ্রাইজ পার্টি আয়োজন করা হয়েছিল। আর সেখানেই আমার জন্য ছিলো আরো একটা সারপ্রাইজ। অভি আর অয়ন্তিকার এঙ্গেজমেন্ট। অথচ আমাদের বিয়েতেই ওদের আলাপ। শিল্পপতির মেয়ে বলে বোধহয় অতো তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে ফেলেছে অভি।

বাড়ি ফিরে মনটা কিছুতেই ভালো করতে পারলাম না। শুয়ে পরলাম। উনি বললেন “তোমার মোবাইলটা দেবে একটু একটা গেমস খেলবো। দিয়ে দিলাম।” কি ধরণের মানুষ এই লোকটি কে জানে! কি ধাতুর তৈরি কে জানে? আজ উনি অভি আর আমার ঝগড়াটা দেখেছেন। অভি স্পষ্ট বলেছে, আমি বুবাইকে ঠকিয়েছি তাই ও আমাকে ঠকিয়ে কোনো ভুল করেনি।

সকাল বেলায় উঠে আরো একটা সারপ্রাইজ। অভি আয়ন্তিকাও আসলো আমাদের সাথে। দিনটা ভালো কাটলো। মানে আমি চেষ্টা করলাম সব কিছু ভুলে নতুন করে শুরু করতে। অভি বোধহয় আমাকে কোনদিন ভালোবাসে নি। ও বেশ নির্লিপ্ত। অয়ন্তিকাকে খুশি করতে ব্যাস্ত। আয়ন্তিকা হঠাৎ ঠিক করলো বাইক রেসিং করবে। আমি আপত্তি করলাম ঠিকই কিন্তু বুবাই এর ওপর জোর খাটানোর অধিকার বোধহয় আমার হয়নি এখনো। তাই বেশি জোর ফলাতে চাইলাম না। তবে মনে মনে চাইলাম একটা দিনের জন্যে হিরো হোক সবার চোখে।

কিন্তু রেসিং কোন ফল এলোনা। কারণ অভি এক্সিডেন্ট করলো। সন্ধ্যায় অয়ন্তিকা এলো সাথে এলো চাকর ভাবলারাম। জানতে পারলাম ভ্যাবলারাম আসলে অয়ন্তিকার বন্ধু রাজীব সিনহা পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা। অভির মোবাইল থেকে, আমার ছাড়াও আরো ছয় সাতটি মেয়ের আপত্তিকর ভিডিও , ছবি ডিলিট করা হয়েছে। যাদেরকে ও নিয়মিত ব্লাকমেইল করতো। অভি হয়তো বাঁচবে না। বেঁচে গেলেও আইনের হাত থেকে ওর রক্ষা নেই, কারণ ওর ব্লেকমেইলের ভয়ে আত্মাহত্যা করছে অয়ন্তিকার বান্ধবি সোনালী। ওর চলে যেতেই বুবাই একটা গোলাপ ফুল নিয়ে আমাকে উপহার দিলো। আর বললো গোলাপটা তুলতে গিয়ে সে নাকি অনেক গুলো কাটার আঘাত পেয়েছেন। সেটা দেখালো। আমি জিজ্ঞেস করলাম “আপনি আমাকে ঠিক কতটা ভালোবাসেন”

ও বললো ” তোমার জন্য আমি জীবন দিতে পারি ,আবার নিতেও পারি।”

আমার চোখে জল এসে গেলো।

শ্যামনগরের ০২ নং কাশিমাড়ী ইউনিয়ন থেকে বানর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ৮:৪৭ পূর্বাহ্ণ
শ্যামনগরের ০২ নং  কাশিমাড়ী ইউনিয়ন থেকে বানর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

ডেস্ক রিপোর্টঃ

শ্যামনগর উপজেলার  কাশিমাড়ী থেকে একটি বানর উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে।

শুক্রবার (৩ জানুয়ারি ) বিকালে কাশিমাড়ী এলাকার বিশ্বজিত দাস শুভর বাড়ি থেকে বানরটি উদ্ধার করা হয়।

বিশ্বজিত দাস শুভ জানান, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে বানরটি তার বাড়ির উঠানে যায়। এসময় তারা বানরটি ধরে শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসারকে জানান। পরে বনবিভাগের লোকজন এসে বানরটি নিয়ে যায়।

বনবিভাগের বুড়িগোয়ালীনি স্টেশন কর্মকতা জিয়াউর রহমান জানান, উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জানতে পেরে বানরটি উদ্ধার

শ্যামনগরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার উপহার 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শুক্রবার, ৩ জানুয়ারি, ২০২৫, ৯:৩৫ অপরাহ্ণ
শ্যামনগরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার উপহার 
,শ্যামনগর প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগরে বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের হুইল চেয়ার উপহার প্রদান করা হয়েছে।বৃহস্পতিবার(২জানুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে সিডিওর বাস্তবায়নে এবং শেয়ার ট্রাস্টের অর্থায়নে হুইল চেয়ার উপহার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনি খাতুন। মেন্টরিং সংস্থা উত্তরন এবং সুন্দরবন কোয়ালিশনের আওতায় হুইল চেয়ার উপহার অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা অফিসার মো. আরিফুজ্জামান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হিসাব রক্ষণ অফিসার হোসনেয়ারা খাতুন,উপজেলা বিএনপির সভাপতি মাষ্টার আব্দুল ওয়াহেদ,সিডিওর নির্বাহী পরিচালক গাজী আল ইমরান, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ, সিডিওর সিনিয়র ভলেন্টিয়ার হাফিজুর রহমান, আনিসুর রহমান মিলন, হিসাব সহকারী আফজালুর রহমান সবুজ,ভলেন্টিয়ার হুজাইফা আল বাদশা,মুন্না,সাদি সহ অনেকে।এসময় বিশেষভাবে সক্ষম ৩ জন ব্যক্তিকে হুইল চেয়ার প্রদান করা হয়।

শ্যামনগরে বৌমা ও শাশুড়ীর মাদক বিক্রয় কালে থানা পুলিশের হাতে আটক ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ
শ্যামনগরে বৌমা ও শাশুড়ীর মাদক বিক্রয় কালে থানা পুলিশের হাতে আটক ২

শ্যামনগরে বৌমা ও শাশুড়ীর মাদক বিক্রয় কালে থানা পুলিশের হাতে আটক ২

শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
শ্যামনগর থানার তদন্ত অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমানের নির্দেশনায় এস আই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ এর ভিত্তিতে ২৩ শে ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় শ্যামনগর থানার ০৪ নং নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে বৌমা ও শাশুড়ীর মাদক বিক্রয় কালে ৪. ২৫ গ্রাম গাজা জব্দ করেছে। সেখানে বৌমা ও শাশুড়ীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসছে।

আটককৃতরা রামজীবনপুর গ্রামের কেরামত আলীর কন্যা সুফিয়া( ৩৫) খাতুন। , সুফিয়া খাতুনের পুত্র নাইমের স্ত্রী রেক্সনা খাতুন (২০)।
শ্যামনগর অফিসার ইনচার্জ (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান আগামীকাল দুইজন মহিলা আসামীকে আদালতে প্রেরন করা হবে।

সম্পাদক ও প্রকাশক: তপন কুমার বিশ্বাস

নির্বাহী সম্পাদক : সাহেব রেজা

বার্তা সম্পাদক: জামাল বাদশা

শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা।

info@modernnewsbd.com

+8801715-368022

Developed By: Digital Network