
নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ২ নং কাশিমাড়ী ইউনিয়নের কৃতি সন্তান কিউএনএন-লন্ডন এর পরিচালক শায়খ ড. আব্দুস সালাম আযাদী বলেন, দেশকে এগিয়ে নিতে হলে রিবিল্ট করতে হবে, কনস্ট্রাকটিভ হতে হবে। আমরা যারা বলছি স্বাধীনতা ২.০ তাদেরকে এটা মাথায় রাখতে হবে। গতানুগতিক ভাবে যদি ডিস্ট্রাক্টটিভ ওয়েতে চলি তাহলে আমরা কিছু করতে পারবো না। বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের কনফারেন্স রুমে এক সম্মাননা স্মারক প্রদান ও মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরোও বলেন, গঠন মূলক, সমালোচনা মূলক এবং উদ্দিপনা মূলক এই তিন ধারার প্রেস জাতিকে জাগ্রত করে, দেশকে এগিয়ে নিতে সাহায্য করে। তিনি আশা প্রকাশ করেন শ্যামনগর উপজেলা প্রেসক্লাব তার দায়িত্ব সঠিকভাবে এবং নিষ্ঠার সাথে পালন করবে।প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনিরের সভাপতিত্বে এবং সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বিকন ফাউন্ডেশন এর পরিচালক মো: গোলাম সারোয়ার এবং সরকারি মহসিন ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ জি,এম ওসমান গনি।এছাড়া সাংবাদিকের মধ্যে বক্তব্য প্রদান করেন প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস, এম গোলাম মোস্তফা, প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কাওছার, সিনিয়র সাংবাদিক আবু সাইদ, সিনিয়র সাংবাদিক আফজালুর রহমান, সাংবাদিক আনিস সুমন, সাংবাদিক তপন কুমার মন্ডল, ছাত্র প্রতিনিধি মাসুম বিল্লাহ, সাংবাদিক মাহমুদুল ফিরোজ বাবুল প্রমুখ।এসময় আরোও উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাবেক সেক্রেটারি সাংবাদিক জাহিদ সুমন, সাংবাদিক সিদ্দিকুর রহমান, সাংবাদিক আশিকুর রহমান, সাংবাদিক আব্দুস সালাম, সাংবাদিক সাইফুল ইসলাম, সাংবাদিক মিজানুর রহমান, সাংবাদিক বকুল, সাংবাদিক আনোয়ারুল ইসলাম, সাংবাদিক অনাথ মন্ডল, সাংবাদিক উৎপল কুমার মন্ডল।
এর আগে অতিথিদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির এবং অন্যান্য সিনিয়র সাংবাদিকরা। প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের ক্রেষ্ট দিয়ে সম্মাননা প্রদান করা হয়। সাংবাদিকরা প্রেসক্লাব সহ শ্যামনগরে বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন এবং সহোযোগীতার প্রত্যাশা করেন।