নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
বাংলাদেশে সমৃদ্ধ ও পারদর্শী জীবন ও জীবিকার প্রতি প্রকৃতি ভিত্তিক অভিযোজন, নবপল্লব প্রকল্পের উপকারভোগীদের জন্য ২১ শে জুন শনিবার সকাল ১০ টায় শ্যামনগর উপজেলার ৯ নং বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ চত্বরে নবপল্লব প্রকল্প কর্ডএইডের আয়োজনে ১৩১ জনের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়।
বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান জি এম আব্দুর রউফ এ উপকরণ বিতরণ করেন, এ সময়ে উপস্থিত ছিলেন বুড়িগোয়ালিনী ইউ পি সদস্য শহিদুল ইসলাম আবীর, মুকিন্দ পাইক। নবপল্লব প্রকল্প কর্ডএইড এর প্রজেক্ট অফিসার মো হাবিবুর রহমান হাবিব, কমিউনিটি সুপারভাইজার মারুফা খাতুন।
প্রত্যেক উপকারভোগী (ভার্মিকম্পোস্টে স্যার ৪০ কেজি
জিও ব্যাগ ৬ টা
জিও বস্তা ২ টা
পানির ঝরনা১ টি
নিড়ানি ১ টি
ইয়োলে স্টিপ ৬ টা
টিন ২ টা) পান।
উপকারভোগীরা জানান, উপকূলীয় এলাকায় কৃষিক্ষেত্রে নবপল্লব প্রকল্পের এ সুবিধা আমাদের জন্য সময় উপযোগী সহযোগিতা।
এই সহযোগিতায় সন্তোষজনক মন ভাব প্রকাশ করেন উপকারভোগীরা।

অনলাইন ডেস্ক
প্রকাশের সময়: শনিবার, ২১ জুন, ২০২৫ । ৩:২৬ অপরাহ্ণ