
মর্ডান নিউজ ডেস্কঃ
৫৮দিন সাগরে মাছ ধরা সম্পূর্ণ নিষেধাজ্ঞা উপলক্ষে উপজেলা পর্যায়ে র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (১মে) মথুরাপুর ও পশ্চিম সিংহড়তলী আদর্শ মৎস্যজীবি গ্রাম সংগঠনের আয়োজনে উপজেলা মৎস্য অধিদপ্তর ও সোশ্যাল ডেভলপমেন্ট ফাউন্ডেশনের সহায়তায় অনুষ্ঠিত কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা তুষার মজুমদার।
মুন্সিগঞ্জ বাজারে র্যালী পরবর্তী মৎস্য অবতরণকেন্দ্রে আলোচনাসভায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা বক্তব্যে বলেন ১৫ এপ্রিল থেকে ১১ জুন ৫৮ দিন বাংলাদেশের সামুদ্রিক জলসীমায় সকল প্রকার নৌযান কর্তৃক সকল প্রকার মৎস্য আহরণ নিষিদ্ধ করা হয়েছে।
উক্ত নিষেধাজ্ঞা বাস্তবায়নের সচেতনতামূলক প্রোগ্রামের অংশ হিসেবে র্যালি, মাইকিং, আলোচনা সভাসহ অন্যান্য কর্মসূচির আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মৎস্য অফিসের ক্ষেত্র সহকারী এম মুজিবর রহমান, এসডিএফ এর ক্লাস্টার অফিসার হারুন-অর- রশীদ, জেলে গ্রাম সমিতির সদস্যবৃন্দ প্রমুখ।