
সুকুমার দাশ বাচ্চু নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে জাতীয় শহীদ সেনা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সহকারী কমিশনার( ভূমি )অমিত কুমার বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাচন অফিসার অনুজ গাইন, উপজেলা জামায়াত ইসলামের সহকারী সেক্রেটারি আনারুল ইসলাম, মথুরেশপুর ইউপি চেয়ারম্যান আব্দুল হাকিম, কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু উপজেলা ছাত্র সমন্বয় আমির হামজা, উপজেলা আইসিটি কর্মকর্তা হেমন্তনাথ মন্ডল প্রমুখ।
আলোচনা সভায়, বক্তারা বলেন ২০০৯ সালে ২৫ শে ফেব্রুয়ারি বিডিআর বিদ্রোহ পিলখানা হত্যাকাণ্ড ছিল একটি পরিকল্পিত। যে সমস্ত অফিসার সৈনিকরা সেদিন নিহত হয়েছিল তাদের স্মরণে জাতীয় শহীদ সেনা দিবস পালিত হচ্ছে ।তাদের রুহের মাগফিরাত কামনা সহ দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানান বক্তরা।