
সুকুমার দাশ বাচ্চু নিজস্ব প্রতিবেদক সাতক্ষীরাঃ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ২৫-ফেব্রুয়ারি- সকাল ৯ টায় কালিগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালি বের হয়, র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে, আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উপজেলা সহকারী কমিশনার ভূমি, অমিত কুমার বিশ্বাস এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়, সভায় বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাকিম, উপজেলা জামাত ইসলামের সহকারী সেক্রেটারি মাওলানা আনোয়ারুল ইসলাম, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ (বাচ্চু), উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী জুয়েল হোসেন, উপজেলা ছাত্র সমন্বয়ক আমির হামজা প্রমুখ। সভায় বক্তারা জাতীয় স্থানীয় সরকার দিবস এর গুরুত্বপূর্ণ বিষয়বস্তু তুলে ধরেন, অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা জনপ্রতিনিধি সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।