প্রকাশের সময়: শনিবার, ৯ নভেম্বর, ২০২৪ । ৯:২২ অপরাহ্ণ
বিশেষ প্রতিনিধিঃ
ঐতিহাসিক ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে শ্যামনগর উপজেলা বিএনপির উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ই নভেম্বর) বিকাল ৫ টায় বর্ণাঢ্য শোভাযাত্রাটি অনুষ্ঠিত হয়। শোভাযাত্রাটি শ্যামনগর উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেসি কমপ্লেক্সের সামনে এসে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শ্যামনগর উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জিএম লিয়াকত আলী সভাপতিত্বে বর্ণাঢ্য শোভাযাত্রায় উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোলাইমান কবীর, যুগ্ম সম্পাদক শেখ লিয়াকত আলী বাবু, সাংগঠনিক সম্পাদক গোলাম আলমগীর, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের মল্লিক, ইশ্বরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট ইব্রাহিম খলিল, রামজান নগর ইউনিয়নের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুস সবুর, বুড়িগোয়ালিনী ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আমির আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম দুলু, কৃষক দলের আহ্বায়ক নুরুজ্জামান, শ্রমিক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব আব্দুল সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রেজাউল ইসলাম, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক রফিকুল ইসলাম, যুগ্ন আহবায়ক শামসুদ্দোহা টুটুল, যুগ্ন আহবায়ক মতলব হোসেন, উপজেলা কৃষকদলের যুগ্ন আহবায়ক আনিসুর রহমান আনাস, যুগ্ন আহবায়ক শাহনাজ সহ বিএনপি ও সকল অঙ্গ সহযোগী সংগঠনের বারটি ইউনিয়নের সকল পর্যায়ে নেতৃবৃন্দ।