খুঁজুন
বুধবার, ৯ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ২৬শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ

কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পরিচিতি সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, ৭:৩৩ অপরাহ্ণ
কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পরিচিতি সভা ও গুণীজন সম্মাননা অনুষ্ঠিত 
সুকুমার দাশ বাচ্চু, নিজস্ব প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার আয়োজনে ও হাজী পিওর ড্রিংকিং ওয়াটারের স্বত্বাধিকারী আব্দুর রবের উদ্যোগে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থা’র সদস্যদের সাথে পরিচিতি সভা ও সন্মাননা স্মারক প্রদান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার মুকুন্দপুরে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার কার্যালয়ে নির্বাহী পরিচালক ফরহাদ রেজা’র সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম  সাধারণ সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস।বিশেষ অতিথির বক্তব্য রাখেন  কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এস.এম আকরাম হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, উপজেলা  সহকারী সামাজ সেবা কর্মকর্তা আসাদুজ্জামান, সমাজসেবক রাশিয়া প্রবাসী আলহাজ্ব শেখ আব্দুর রব, উপজেলার ছাত্র সমন্বয়ক মারুফ হাসান, সংস্থার সহ সভাপতি হাসিনা পারভীন প্রমুখ। এ সময়ে সুবর্ণ নাগরিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে অতিথিদের সন্মাননা স্মারক তুলে দেওয়া হয়।জানাগেছে, সংস্থার মোট সদস্য সংখ্যা ২৬৬ জনই প্রতিবন্ধী ও শিক্ষিত সন্তান। এরমধ্যে ১’শ৬০ জন বিএ পাশ, ১০০ জন আইএ পাশ ও ৬ জন এসএসসি পাশ করে স্বাবলম্বী হওয়ার চেষ্টা করছে। প্রতিবন্ধী হয়েও তারা পরিবারসহ সমাজের বোঝা হতে চায়না। ইতিমধ্যে তাদের মধ্যে ৪৬ জন দেশের বিভিন্ন সংস্থায় চাকুরীরত আছে।

সম্পাদক ও প্রকাশক: তপন কুমার বিশ্বাস

নির্বাহী সম্পাদক : সাহেব রেজা

বার্তা সম্পাদক: জামাল বাদশা

শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা।

info@modernnewsbd.com

+8801715-368022

Developed By: Digital Network