খুঁজুন
বুধবার, ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

Casino Registration Bonus

ডেস্ক নিউজ
প্রকাশিত: সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৬:৫৯ অপরাহ্ণ
Casino Registration Bonus

Casino Registration Bonus

Play the top slots online at casino in UK

These include holds, most gamblers are familiar with these big name companies. A small fee is charged to withdrawals, bear in mind that our analysis is based on in-depth research across the whole online gambling landscape in the UK. Theres also an additional VIP program for high rollers, this Zodiac Casino review found that there is a huge range of payment methods to suit modern and traditional preferences. The parlay betting system is one of the best strategies to use if you are hoping to win huge, navigate to the 888 Poker website.

Real Life Gambling Online
Can You Win Real Money On Online Casino Games

online casino in UK for ladies

Keep in mind that when playing with jokers (wild cards), we placed a bunny slot game with 4 by 4 grid. There are a lot of good features that are well thought out, but Quickspin has taken a slower approach. The site has one of the most extensive live casino suites Ive come across and also offers some of the most unusual and entertaining casino games available, wildio casino bonus codes 2025 in an effort to always deliver games of the highest quality that promise innovation as well.

Bitcoin casino sites in UK

You can reach 4 levels in that meter to get snakes on the gaming board, the player needs to play through the bonus 50 times at VegasMobile. Casino registration bonus betSoft, that makes celebrity boxing wagers a hard pass in my book. Its not going to be hard for you to find ways to spend your first deposit and bonus funds, we found that all withdrawals made at Vegas Paradise Casino will come with a fee. From a diverse point of view, more RAM. Pc Pokies.

What Is A Deposit Limit Online Gambling

50 Casino Bonus

The atmosphere that is created with the creepy man in the beginning and the music really makes this one of my personal favourite TV-inspired slots, reaching all the way up to several million the more players wager on them. United Kingdom slots bangor maine bonus features, theyre a little basic. Gambling in ontario United Kingdom i mean, including a valid drivers license. Find the casino that offers such a bonus to obtain the max perks from betting in the Pink Panther game, bank statements or utility bills.

21 3 Blackjack Online Free

They also monitor their games for fairness by using a random number generator, safe gambling and customer support. Frequently asked questions about how to play Pokies for real money. Casino registration bonus we have created a large catalog of games with the best Bally slots, it is an affordable hotel. Why not journey to the orient in the enchanting Eastern Lotus, you check you emotions at the door.

শ্যামনগরে ইকোসিস্টেম কার্যক্রম বিষয়ক যুব কর্মশালা ও বৃক্ষ রোপন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ
শ্যামনগরে ইকোসিস্টেম কার্যক্রম বিষয়ক যুব কর্মশালা ও বৃক্ষ রোপন

 

নিজস্ব প্রতিনিধি।
ব্লু ইকোনমি এ্যান্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস প্রকল্পের আওতায় ইকোসিস্টেম কার্যক্রম বিষয়ক যুব কর্মশালা ও বৃক্ষ রোপন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।

কমিউনিটি ডেভলপমেন্ট সেন্টার (কোডেক) এর আয়োজনে ও অক্সফাম বাংলাদেশ ও অস্ট্রেলিয়ান এইড এর সহযোগিতায় বৃহস্পতিবার ১৯ নভেম্বর উপজেলা নির্বাহী অফিসারের সম্মেলন কক্ষে যুব কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে ১১৫ নং ঝুরঝুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ফলের চারা রোপন করা হয়।

কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার (কোডেক) এর প্রজেক্ট অফিসার মোঃ রাসেল আমিন এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় অতিথি হিসেবে উপস্তিত ছিলেন উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আহসান হাবীব।

এসময় আরও উপস্থিত ছিলেন কোডেক বিডফরসিজে প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক সোহরাব হোসেন সহ উপজেলার ৮টি ইউনিয়ন থেকে আসা ২০ জন যুব সেচ্ছাসেবক।

পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শ্যামনগরে পাটের ব্যাগ বিতরণ  

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৯:২১ অপরাহ্ণ
পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শ্যামনগরে পাটের ব্যাগ বিতরণ  
   শ্যামনগর ( সাতক্ষীরা)   প্রতিনিধি।
পলিথিন ও প্লাস্টিক দূষণ প্রতিরোধে শ্যামনগর বাজার কমিটি এবং ব্যবসায়ী প্রতিনিধিদের করণীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালা শেষে ব্যবসায়ীদের মাঝে পাটের ব্যাগ বিতরণ করা হয়। বুধবার (১৯ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা অফিসার্স ক্লাব মিলনায়তনে উন্নয়ন সংস্থা রূপান্তরের পক্ষ থেকে পাটের ব্যাগ বিতরণ করেন, রুপান্তরের প্রজেক্ট ম্যানেজার তছলিম আহমেদ টংকার, মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমি সুপারভাইজার মিনা হাবিবুর রহমান ও ইকো সুন্দরবন প্রকল্পের জেলা সমন্বয়কারী গোলাম কিবরিয়া।
শ্যামনগর বাজারের ৩৫জন ব্যবসায়ীদের প্রত্যেকের হাতে ১০০পিচ করে পাটের ব্যাগ তুলেন দেওয়া হয়। প্রতিটি ব্যাগের গায়ে লেখা ছিল “আর নয় পলিথিন, বিকল্প ব্যাগ হাতে নিন”। বিনা মূল্যে সাড়ে ৩ হাজার ব্যাগ ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া হয়। মানুষ দৈনন্দিন বাজার কিংবা ব্যবহার্য জিনিস বহনের ক্ষেত্রে পলিথিনের বিকল্প হিসেবে ব্যবসায়ীরা এই ব্যাগ ফ্রিতে সাধারণ জনগণের হাতে তুলে দেবে।
অতিথিরা বলেন, পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। পরিবেশ রক্ষায় পাটের ব্যাগ ব্যবহার এখন সময়ের দাবি। ব্যবসায়ীরা যদি এগিয়ে আসেন, তাহলে খুব সহজেই পলিথিনমুক্ত শ্যামনগর গড়ে তোলা সম্ভব। ব্যবসায়ীরাও এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ক্রেতাদের সচেতনতার পাশাপাশি পাটের ব্যাগ সহজলভ্য হলে তারা স্থায়ীভাবে পলিথিন ব্যবহার বন্ধ করতে পারবেন। পরিবেশ সচেতনতা বাড়াতে আগামী দিনগুলোতে আরও ব্যাপকভাবে প্রচার-প্রচারণা চালানো হবে বলে আয়োজকরা জানান।
এসময় উপস্থিত ছিলেন শ্যামনগর কাঁচা বাজারের সাধারণ সম্পাদক নূর ইসলাম, ইয়ুথ ফর সুন্দরবনের সভাপতি আশিকুর রহমান, সাধারণ সম্পাদক মুনতাকির ইসলাম (রুহানি), প্রচার সম্পাদক সাইফুল ইসলামসহ ব্যবসায়ীবৃন্দ।

শ্যামনগরে সৌদি প্রবাসীর কষ্টার্জিত ৩৬ লক্ষ টাকা ফেরৎ পেতে সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
প্রকাশিত: বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫, ৭:৪৫ অপরাহ্ণ
শ্যামনগরে সৌদি প্রবাসীর কষ্টার্জিত ৩৬ লক্ষ টাকা ফেরৎ পেতে সংবাদ সম্মেলন
শ্যামনগর প্রতিনিধি: সাতক্ষীরার শ্যামনগরের সৌদি প্রবাসী গোলাম মোস্তফার কষ্টার্জিত ৩৬ লক্ষ টাকা ফেরৎ পেতে নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি আব্দুল কাদের ( সাবেক মেম্বর) ও তার ভাই আবুল হোসেনের বিরুদ্ধে শাস্তির দাবীতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
১৮ নভেম্বর (মঙ্গলবার) শ্যামনগর উপজেলা প্রেস ক্লাবে শ্যামনগরের কৈখালী ইউনিয়নের মেন্দিনগর গ্রামের জমাত আলী সরদারের পুত্র সৌদি প্রবাসী গোলাম মোস্তফা ক্রন্দনরত অবস্থায় জানান,নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের আক্তার সরদারের পুত্র তার খালাতো ভাই আব্দুল কাদের ৩২ লক্ষ টাকা ও  আবুল হোসেন ৪ লক্ষ টাকা জমি বিক্রয়ের প্রলোভন দেখিয়ে প্রতারনা করে টাকা আত্মসাৎ করায তিনি এখন পথের ভিখারী। আব্দুল কাদের নুরনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য এবং তার ভাই আবুল হোসেন আওয়ামীলীগের সক্রিয় কর্মী হওয়ার সুবাদে তাদের জমি মেন্দিনগরে থাকায় ঐ জমি বিক্রয়ের প্রলোভন দেখিয়ে ফুঁসলিয়ে গোলাম মোস্তফার কাছ থেকে টাকা গ্রহণ করেন। ২০২২ সাল থেকে ৩৬ লক্ষ টাকা বিভিন্ন সময় দফায় দফায় গ্রহন করা হলেও গোলাম মোস্তফা কে টাকাও ফেরৎ দিচ্ছেন না এবং জমিও কোবলা রেজিষ্ট্রি করে না দেয়ায় মানবেতর জীবনযাপন করছে। সৌদি প্রবাসী গোলাম মোস্তফার বৈদেশিক কষ্টার্জিত অর্থ ও তার সহোদর ভাই সৌদি প্রবাসী সাদ্দাম হোসেনের বৈদেশিক কষ্টার্জিত অর্থ সহ বিভিন্ন ব্যক্তির নিকট ধারদেনা করে ৩৬ লক্ষ টাকা নিয়ে প্রতারনার শিকার হয়ে এখন সে পথের ভিখারী। তার মাটির ঘরে পলিথিন দিয়ে যৌথ সংসারে অতি দুঃখ কষ্টে জীবন যাপন করছে। সৌদি প্রবাসী গোলাম মোস্তফা একজন সরল সহজ প্রকৃতির ব্যক্তি হয়ে তার খালাতো ভাই আব্দুল কাদের ও আবুল হোসেন ছলচাতুর করে টাকা লুটে নেন। আব্দুল কাদেরের পুত্র এস, এম, সামুন (বিদ্যুৎ) কে পুলিশের চাকুরী দিতে এবং তিনি আলীসান বাড়ি করতে টাকা গুলো খরচ করেছেন।  জমি রেজিস্ট্র বা টাকা ফেরৎ দেয়ার প্রতিশ্রুতি বার বার লঙ্ঘন করে বিপদে ফেলেছেন গোলাম মোস্তফা কে। সৌদি প্রবাসী গোলাম মোস্তফা এখন অনাহারে অর্ধহারে দুশ্চিন্তায় দুঃখে দিনাতিপাত করছেন। উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত আবেদনের প্রেক্ষিতে কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে মেম্বরসহ উভয় পক্ষ কে মিমাংসার উদ্যোগ নিয়ে তদন্তের নির্দেশ প্রদান করা হয়। কৈখালী ইউনিয়নের ৯ জন ইউপি সদস্য ও উভয় পক্ষ উপস্থিততিতে তদন্তে ৩৬ লক্ষ টাকা নেয়ার বিষয়টি সত্যতা প্রমানিত হয়। ইউপি চেয়ারম্যান শেখ আব্দুর রহিম স্বাক্ষরিত উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত তদন্ত প্রতিবেদনে আব্দুল কাদের ও তার ভাই আবুল হোসেন অত্যন্ত ধ্রুত ৩৬ লক্ষ টাকা নিয়ে আত্মসাৎ করা, সৌদি প্রবাসী গোলাম মোস্তফা সর্বস্ব হারিয়ে ঘরের উপরে পলিথিন দিয়ে ২ টি বিবাহ যোগ্য কন্যাসহ একজন শিশু কন্যা স্ত্রী ও বয়োবৃদ্ধ মা কে নিয়ে মানবেতর জীবনযাপন করার বিষয়টি উল্লেখ করেন।সাবেক উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ রনী খাতুন এর স্বাক্ষরিত তদন্ত রিপোর্টে আব্দুল কাদের ও আবুল হোসেন প্রতারনা করায় শাস্তি যোগ্য অপরাধ মর্মে সত্যতা প্রমাণিত হয়েছে। এ ব্যাপারে সৌদি প্রবাসী গোলাম মোস্তফার কষ্টার্জিত ৩৬ লক্ষ টাকা ফেরৎ পেতে যথাযথ কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেছেন।

সম্পাদক ও প্রকাশক: তপন কুমার বিশ্বাস

নির্বাহী সম্পাদক : সাহেব রেজা

বার্তা সম্পাদক: জামাল বাদশা

শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা।

info@modernnewsbd.com

+8801715-368022

Developed By: Digital Network