খুঁজুন
শুক্রবার, ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

১ বিলিয়ন ডলার নিয়ে বন্ধ এমএলএম এমটিএফই

অনলাইন ডেস্ক
প্রকাশিত: শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৪:০৫ পূর্বাহ্ণ
১ বিলিয়ন ডলার নিয়ে বন্ধ এমএলএম এমটিএফই

ক্রিপ্টোকারেন্সিতে বিনিয়োগের নামে প্রায় ১ বিলিয়ন ডলার বা প্রায় ১১ হাজার কোটি টাকা নিয়ে বন্ধ হয়েছে এমটিএফই নামক একটি প্রতিষ্ঠান। দুবাই ভিত্তিক এই প্রতিষ্ঠানটি মাল্টিলেভেল মার্কেটিং বা এমএলএম পঞ্জি মডেলে ব্যবসা করতো। ভারত ও বাংলাদেশ থেকে প্রতিষ্ঠানটিতে উল্লেখযোগ্য সংখ্যক বিনিয়োগকারী ছিল। তবে এই ১ বিলিয়ন ডলারের মধ্যে প্রায় ৯০ শতাংশ অর্থই বাংলাদেশি বিনিয়োগকারীদের বলে অভিমত সাইবার বিশ্লেষকদের।

শুক্রবার (১৮ আগস্ট) রাতে বিষয়টি দৈনিক কালবেলাকে নিশ্চিত করেন একাধিক সাইবার বিশ্লেষক এবং সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ।

সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ আবদুল্লাহ আল জাবের দৈনিক কালবেলাকে বলেন, অনেকদিন থেকেই আমরা এই প্ল্যাটফর্মটি নিয়ে সতর্কতা দিয়ে আসছিলাম। কিন্তু মানুষ লোভের ফাঁদে পড়ে এখানে টাকা দিচ্ছিল। তিন দিন আগে জানতে পারি যে, এখানে যারা টাকা দিচ্ছিলেন তারা আর টাকা উঠাতে পারছিলেন না। আজ পুরোপুরিভাবে এমটিএফই তাদের সিস্টেম বন্ধ করে দিয়েছে।

আরেক সাইবার বিশ্লেষক মাহবুবুর রহমান বলেন, এটা একটা স্ক্যাম। বাংলাদেশে তাদের কোন অফিস নেই, কোন নির্দিষ্ট জনকাঠামো নেই। স্থানীয় কিছু এজেন্টদের দিয়ে তারা মানুষের থেকে টাকা নিতো। তারপর তাদেরকে আবার অন্য বিনিয়োগকারীদের আনতে বলতো। এমএলএম বা পনজি যেভাবে কাজ করে আর কি। ডেসটিনি যেমন গাছ দেখিয়ে টাকা নিয়েছে, এরা ক্রিপ্টোকারেন্সি বলে সাধারণ মানুষদের থেকে টাকা নিয়েছে। বিনিয়োগের অল্প কিছুদিনের মধ্যেই মুনাফা পাওয়া যাবে এমন লোভ দেখানো হতো।

মাহবুবুর রহমান আরও বলেন, তাদের ওয়েবসাইটে ছিল, অ্যাপ ছিল। সেই অ্যাপের মাধ্যমে মোবাইল ব্যাংকিং বা বাইন্যানসের মাধ্যমে তারা টাকা নিতো। পরে স্থানীয় এজেন্টরা সেটি বাইরে পাচার করতো। বাংলাদেশে এসএসসি এবং এইচএসসি পর্যায়ের শিক্ষার্থীদের মুনাফার লোভ দেখিয়ে টার্গেট করা হতো। মুন্সীগঞ্জের অনেক কিশোর এবং তরুণ এর শিকার হয়েছে।

প্রসঙ্গত, বাংলাদেশের প্রচলিত নিয়ম অনুযায়ী এমএলএম ব্যবসা পরিচালনা এবং ক্রিপ্টোকারেন্সি তে লেনদেন অবৈধ এবং নিষিদ্ধ।

শ্যামনগরে বৌমা ও শাশুড়ীর মাদক বিক্রয় কালে থানা পুলিশের হাতে আটক ২

অনলাইন ডেস্ক
প্রকাশিত: সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ৯:০৪ অপরাহ্ণ
শ্যামনগরে বৌমা ও শাশুড়ীর মাদক বিক্রয় কালে থানা পুলিশের হাতে আটক ২

শ্যামনগরে বৌমা ও শাশুড়ীর মাদক বিক্রয় কালে থানা পুলিশের হাতে আটক ২

শ্যামনগর ( সাতক্ষীরা) প্রতিনিধিঃ
শ্যামনগর থানার তদন্ত অফিসার ইনচার্জ ফকির তাইজুর রহমানের নির্দেশনায় এস আই আব্দুল মালেক সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদ এর ভিত্তিতে ২৩ শে ডিসেম্বর সন্ধ্যা ৭ টায় শ্যামনগর থানার ০৪ নং নুরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামে বৌমা ও শাশুড়ীর মাদক বিক্রয় কালে ৪. ২৫ গ্রাম গাজা জব্দ করেছে। সেখানে বৌমা ও শাশুড়ীকে পুলিশ আটক করে থানায় নিয়ে আসছে।

আটককৃতরা রামজীবনপুর গ্রামের কেরামত আলীর কন্যা সুফিয়া( ৩৫) খাতুন। , সুফিয়া খাতুনের পুত্র নাইমের স্ত্রী রেক্সনা খাতুন (২০)।
শ্যামনগর অফিসার ইনচার্জ (তদন্ত) ফকির তাইজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান আগামীকাল দুইজন মহিলা আসামীকে আদালতে প্রেরন করা হবে।

সাতক্ষীরা’র শ্যামনগরে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সেচ্ছাসেবীদের সংবর্ধনা 

অনলাইন ডেস্ক
প্রকাশিত: রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৮:৪৯ অপরাহ্ণ
সাতক্ষীরা’র শ্যামনগরে সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখায় সেচ্ছাসেবীদের সংবর্ধনা 
মর্ডান নিউজ ডেস্ক রিপোর্টঃ
সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদান রাখা সেচ্ছাসেবীদের নিয়ে মতবিনিময় সভা ও সংবর্ধনা অনুষ্ঠান করেছে আনজার গ্রুপ। ২২শে ডিসেম্বর রবিবার বেলা ১১টায় শ্যামনগর উপজেলার মাজান অনন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার স্বেচ্ছাসেবীদের নিয়ে আনজার গ্রুপ সংবর্ধনা ও মতবিনিময় সভার আয়োজন করেন।
আনজার গ্রুপের প্রতিনিধি ও ভূরুলিয়া ইয়ুথ সোসাইটির নির্বাহী পরিচালক রুহুল আমিন এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক সাতক্ষীরা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ছাত্রী শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান জেলা জামায়াতের অফিস সম্পাদক রুহুল আমিন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল মনির, ১ং ভূরলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফারুক মাওলানা, দরগাপুর নকিমুদ্দিন দারুস সুন্নত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ ইউনুস আলী, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু কওসার।
এসময় সংবর্ধনা প্রদান করা হয় সাউদান চ্যারিটি ফাউন্ডেশন, উৎসর্গ সোসাইটি, মানবসেবা সোসাইটি, সাতক্ষীরা অনলাইন ব্লাড ব্যাংক, শ্যামনগর ব্লাড ব্যাংক, শ্যামনগর মানব কল্যাণ ফাউন্ডেশন, উপকূলীয় যুব উন্নয়ন সংস্থা, আল খিদমাহ ফাউন্ডেশন, সিডিও ইয়ুথ টিম, শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক, স্বরূপ ইয়ুথ টিম, হিউম্যানিটি ফাস্ট, ফারহাদ কামরুল ফাউন্ডেশন, স্টুডেন্ট কেয়ার সোসাইটি, জনকল্যাণ সংস্থ, মানব যুব কল্যাণ সংঘ, রিডো, রিভারাইন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, পিপিলিকা ইয়ুথ টিম, আটুলিয়া ইউনিয়ন রক্তদান সংস্থা, মাহাব্বাহ এইড, মথুরেজ পুর ব্লাড ফাউন্ডেশন, সুন্দরবন রক্তদান সংস্থা, ম্যানগ্রোভ স্টুডেন্ট সোসাইটি, হরিনগর স্বেচ্ছায় রক্তদান সংস্থা, কুড্ডো ইয়ুথ টিম, মানিকখালী স্বপ্নচূড়া ফাউন্ডেশন, মৌতলা ব্লাড ফাউন্ডেশন, আস্থা রক্তদান সংস্থা, আহবান সোসাইটি, নাহার আক্তার সমাজ কল্যাণ ফাউন্ডেশন, সহযোগিতার সিঁড়ি, দক্ষিণ কৈখালী সংঘ, মানব সেবা সোসাইটি, নিজ দেবপুর মানব কল্যাণ ফাউন্ডেশন, চালিতাঘাটা সেবার আলো সংগঠন, রায়পুর নিজদেবপুর উন্নয়ন ফাউন্ডেশন, নাগবাটি সবুজ বাংলা ফাউন্ডেশনের প্রতিনিধি বৃন্দকে।

মহান বিজয় দিবস উপলক্ষে শ্যামনগরে চার দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ ডিসেম্বর, ২০২৪, ৭:৫৬ অপরাহ্ণ
মহান বিজয় দিবস উপলক্ষে শ্যামনগরে চার দলীয় ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

শ্যামনগর প্রতিনিধি

শ্যামনগর উপজেলা ঈশ্বরীপুর ইউনিয়নে মহান বিজয় দিবস উপলক্ষে জিয়া স্মৃতি ভলিবল ক্লাবে চার দলীয় ভলিবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৭ ডিসেম্বর বেলা ১২ টায় শেরপুর কালী মন্দির মাঠে ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্র বিএনপি’র অন্যতম সদস্য,সাতক্ষীরা-৪ আসনের সাবেক সংসদ কাজী আলাউদ্দিন। খেলার উদ্বোধনী ও বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মাস্টার আব্দুল ওয়াহেদ।ভলিবল খেলায় যে চারটি দল অংশগ্রহণ করেন, শ্রীফলকাটী দি নিউ জেনারেশন ক্লাব,সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক ভলিবল দল,ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব,খাঞ্জিয়া ভলিবল দল। প্রথম স্থান অধিকার করে ঈশ্বরীপুর মোহামেডান স্পোর্টিং ক্লাব ও রানার চাপ হয়েছেন শ্রীফলকাটী দি নিউ জেনারেশন ক্লাব।এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি চেয়ারম্যান মাসুদুল আলম,চেয়ারম্যান আমজাদুল ইসলাম,জেলা বিএনপির সদস্য ও উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড আশেক এলাহি মুন্না,আইন বিষয়ক সম্পাদক এ্যাড মাসুদুল আলম দোহা,প্রচার সম্পাদক ইউপি সদস্য আজিবর রহমান (আজিবর) উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক সামাদ ঢালী,শ্যামনগর পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক খান আব্দুস সবুর,সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ, কৈখালী ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক মাহাবুব খোকন,সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক,উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মজনু এলাহী, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন (আলম) উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, উপজেলা তাঁতি দলের সভাপতি মোঃ নাজমুল হোসেন,উপজেলা ক্রিড়িয়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক জাবের হোসেন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম মোস্তফা কামাল,মোস্তফা বেলালী টুটুল, ঈশ্বরীপুর ইউপি সদস্য শফিউল্লাহ, প্রভাষক মাহবুব আলম প্রমুখ।উল্লেখ্য শ্রীফলকাটী দি নিউ জেনারেশন ক্লাবের পক্ষে খেলোয়াড় হিসেবে অংশগ্রহণ করেন বাংলাদেশ জাতীয় ভলিবল ক্যাপ্টেন হরষিত বিশ্বাস।ভবিলবল খেলাটি পরিচালনা করেন সাতক্ষীরার ফিফা রেফারি মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীর কবির ও জামাল হোসেন।

সম্পাদক ও প্রকাশক: তপন কুমার বিশ্বাস

নির্বাহী সম্পাদক : সাহেব রেজা

বার্তা সম্পাদক: জামাল বাদশা

শহীদ মুক্তিযোদ্ধা সড়ক, শ্যামনগর, সাতক্ষীরা।

info@modernnewsbd.com

+8801715-368022

Developed By: Digital Network